মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই বক্স-অফিসের শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে সনি পিকচার্সের স্বল্প বাজেটের সিনেমা ‘ওয়ার রুম’।
এই সপ্তাহান্তে ৯৩ লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। মাত্র ৩৫ লাখ ডলারে নির্মিত সিনেমাটি মুক্তির ১০ দিনে আয় করে নিয়েছে ২৪ কোটি ৭ লাখ ডলার।
সিনেমাটি এক নারীর গল্প বলে যিনি নিজের দাম্পত্য জীবনের সঙ্কট কাটাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। দর্শকদের মুখের কথার জোরে ভাল ব্যবসা করা সিনেমাটি আরও ৩৯১টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে এখন যুক্তরাষ্ট্রে ১৫২৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
এদিকে গত তিন সপ্তাহ ধরে এক নম্বরে থাকা সিনেমা ‘স্ট্রেইট আউটা কম্পটন’ নেমে এসেছে দুই নম্বরে। তিন নম্বরে আছে অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড অভিনীত ‘আ ওয়াক ইন দ্য উডস’।