লুক্সেমবার্গের বিপক্ষে স্পেনের হয়ে আগামী ম্যাচ খেলতে পারবেন না দিয়েগো কস্তা।
গত মঙ্গলবার রাতে মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হলুদ কার্ড পান কস্তা। এবারের ইউরোর বাছাই পর্বে স্পেনের এই স্ট্রাইকারের এটা তৃতীয় হলুদ কার্ড। প্রতিযোগিতার নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পান।
আগামী ৯ অক্টোবর লুক্সেমবার্গের বিপক্ষে জিতলেই ইউরোর মূল পর্ব নিশ্চিত হবে স্পেনের। তবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ব্রাজিলে জন্ম নেওয়া কস্তাকে পাবে না ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।
হুয়ান মাতার একমাত্র গোলে মেসিডোনিয়াকে হারানো স্পেন ২১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে।