অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার লাইক বাটনের পাশাপাশি সংযোজিত হতে চলেছে ডিসলাইক বাটন। ফলে, ব্যবহারকারীরা এখন চাইলে, কোন একটি পোস্ট পছন্দ না হলে স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন। কিন্তু, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কিন্তু ডিসলাইক বাটনের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কোন পোস্ট অপছন্দ হলে, তা প্রকাশে নয়, বরং জাকারবার্গ ডিসলাইক বাটনকে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশের ভাষা হিসেবে দেখছেন। গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্কে অবস্থিত ফেসবুকের সদরদপ্তরে এক প্রশ্নোত্তর-পর্বে ৩১ বছর বয়সী জাকারবার্গ এক ঘোষণায় এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দুঃখজনক কোন পোস্টে যখন লাইক দেয়াটা অসংবেদনশীল আচরণ বলে মনে হবে, তখন মানুষ ডিসলাইক বাটনটির মাধ্যমে দুঃখ প্রকাশ করতে পারবেন।
ব্যবহারকারীদের পরীক্ষার জন্য অচিরেই সংযুক্ত হবে ডিসলাইক বাটনটি। ২০০৯ সালে যখন লাইক বাটন নিয়ে এলো ফেসবুক কর্তৃপক্ষ, তখন থেকেই ব্যবহারকারীদের একটি অংশ নিয়মিত অনুরোধ জানিয়ে আসছেন ডিসলাইক বাটন সংযোজনের জন্য। আবেগ, অনুভূতি প্রকাশক লাইক বাটনটি অল্প সময়ের মধ্যেই আকাশচুম্বী জনপ্রিয়তা পায় ব্যবহারকারীদের কাছে। জাকারবার্গও বলছিলেন, বহু বছর ধরে মানুষ ডিসলাইক বাটন সংযোজনের অনুরোধ করে আসছে।
ব্যবহারকারীদের পরীক্ষার জন্য অচিরেই সংযুক্ত হবে ডিসলাইক বাটনটি। ২০০৯ সালে যখন লাইক বাটন নিয়ে এলো ফেসবুক কর্তৃপক্ষ, তখন থেকেই ব্যবহারকারীদের একটি অংশ নিয়মিত অনুরোধ জানিয়ে আসছেন ডিসলাইক বাটন সংযোজনের জন্য। আবেগ, অনুভূতি প্রকাশক লাইক বাটনটি অল্প সময়ের মধ্যেই আকাশচুম্বী জনপ্রিয়তা পায় ব্যবহারকারীদের কাছে। জাকারবার্গও বলছিলেন, বহু বছর ধরে মানুষ ডিসলাইক বাটন সংযোজনের অনুরোধ করে আসছে।