খান জসিম : মিডিয়াজগতের উদীয়মান তারকা সজিব আনোয়ার ইভান। তার বেড়ে ওঠা চট্টগ্রামের ফটিকছড়ির জাহানপুর গ্রামে। বর্তমানে চট্টগ্রামের রহমান নগরে বসবাস করছেন। বাবা নুরুল আনোয়ার এবং মা গৃহিণী ফিরুজা আনেয়ার। তিনি চট্টগ্রামের মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১৫ সালের দিকে জালাল উদ্দিন সাগর এর হাতধরে বাংলাদেশ টেলিভিশন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান উচ্ছ্বাস এর মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। এরপর থেকে সজীব কাজ করেন শৈল্পিক, রওশিন বুটিক্স, কৃষ্টি বুটিক্স, আস্থা বুটিক্স,জেন্টস লুক, আড্ডা ফ্যাশন হাউস,কর্পোরেট বাজার আরো অনেক।
এরই সাথে তিনি click ম্যাগাজিন এর শুরু থেকে কাজ করছে। জালাল উদ্দিন সাগর এর সাথে তিনি বিন্দু ইভেন্ট
ম্যানেজমেন্ট এর সাথে সরাসরি জড়িত। বর্তমানে তিনি মডেল কোঃ ওরডিনেটোর পদে নিযুক্ত হন।
সজীব বলেন, বর্তমান সময়ে মডেল জগতে পা রাখা অনেকটা কষ্টসাধ্য কিন্তু জালাল উদ্দিন সাগর দাদার মতো একজন ভালো মানুষ এর সাহায্য পেয়ে আমি এতদূর আসলাম, তিনি আমাকে অনেক ভালবাসেন। আমি তার বিশ্বাস অর্জন করতে পারলাম এইটা আমার জন্য অনেক বড় পাওয়া।
তিনি বলেন, বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে আমার, বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছি কাজগলো যদি ভালো মানের হই তাহলে চিন্তা করবো এর আগে কিছু মিউজিক ভিডিও ও শর্টফিল্ম এর কাজ করেছি। এ জগতকে সবাই খারাপ চোখে দেখে আমার কাজ হচ্ছে মিডিয়াতে ভালো কাজ উপস্থাপন করে মানুষদের দৃষ্টি আকর্ষণ করা। যাতে তারা মিডিয়াকে খারাপ বলতে না পারে, মিডিয়াতে তারাই সফল যারা কঠোর পরিশ্রম করে, তারাই সুযোগ পাই। বর্তমানে মিডিয়া হল আমার জন্য স্কুল যদি আরও ভালো মানের কাজ করতে পারি তাহলে রাজধানীতে কাজ করবো।