‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের ছবি ‘অপারেশন সুন্দরবন’-এর উপজীব্য র্যাবের লোহমর্ষক অভিযান এবং সুন্দরবনে বনদস্যু শুদ্ধি অভিযান। আর ওই ছবিতে র্যাব কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ-রোশান-সিয়াম। স্ক্রিনে যথাযথভাবে নিজেদের ফুটিয়ে তুলতে আগে থেকেই র্যাবের বিভিন্ন প্রশিক্ষণ নিলেন এ তিন চিত্রতারকা।
র্যাবের প্রশিক্ষণ নিলেন রিয়াজ-সিয়াম-রোশান

CategoriesTop Slider বিনোদন