তার সঙ্গী হতে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে নিয়েই করাচির পথে উড়াল দেওয়ার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু হঠাৎ করেই দুঃসংবাদে দৃশ্যপট এলোমেলো। করোনাভাইরাস পজিটিভ মাহমুদউল্লাহ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হচ্ছে না তার। মুলতান সুলতানের হয়ে খেলার স্বপ্ন ভেঙ্গেছে। তাকে ছাড়াই মঙ্গলবার পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার তামিম।
লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফ খেলবেন তামিম। তার আগে মঙ্গলবার সকাল ১০টার বিমানে সংযুক্ত আরব আমিরাত হয়ে করাচিতে যাবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
করোনাভাইরাস মহামারির কারণেই লিগ পর্ব শেষে স্থগিত হয়ে যায় পিএসএল। এ কারণেই সুযোগ পেলেন তামিম। খেলার কথা ছিল রিয়াদেরও। যিনি করোনা পজিটিভ হয়ে ছিটকে গেলেন। যদিও শুরুতে কোন টাইগার ক্রিকেটারই পঞ্চম পিএসএলে ছিলেন না। এ অবস্থায় বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটার খেলতে না আসায় সুযোগ মিলে গেল তামিমের। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে লাহোর দলে টেনেছে তাকে।
পাকিস্তানের এই ঘরোয়া লিগ ফের শুরু হবে ১৪ নভেম্বর। প্লে-অফের লড়াইয়ে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও পেশাওয়ার জালমি মাঠে নামবে।
১৪ নভেম্বর এলিমিনেটরে তামিমের দল লড়বে পেশাওয়ারের সঙ্গে। ম্যাচটি জিতলে লাহোর ১৫ নভেম্বরের দ্বিতীয় এলিমিনেটরের টিকিট পাবে। যেখানে তারা খেলবে করাচি ও মুলতানের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচে হারা দলের সঙ্গে। তারপর ১৭ নভেম্বর ফাইনাল।