যেখানে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন। তবে যোগ করা সময়ে মাউরো ইকার্দির গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধে কোনো গোল দিতে পারেনি পিএসজি। প্রতিপক্ষ এতিয়েনও কোনো গোল দেয়নি। তবে শুরুটা করে সফরকারীরা। খেলার ৭৭ মিনিটে এতিয়েনের দেনিস বোয়াঙ্গা গোল দেন।
তবে দুই মিনিট পরেই পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে। ৮৭তম মিনিটে পেনাল্টি গোলে লিডও এনে দেন এই ফরাসি তারকা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এতিয়েনের রোমাইন আমুমা গোল করলে সমতায় ফেরে দলটি। তবে তিন মিনিট পরেই ইকার্দির গোল পিএসজিকে জয়ের স্বাদ দেয়।
লিগে ৩৩ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে পিএসজি ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। লিল সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।